ওজনে কম দেওয়ায় ৩ দোকানিকে জরিমানা
ফয়সাল খান : ওজনে কম দেওয়ায় ৩ দোকানিকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। গতকাল দূপুরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন রাজধানীর কাপ্তান বাজার এলাকা পরিদর্শনকালে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুছ শোয়েব এ জরিমানা করেন। এছাড়া নোংরা পরিবেশে খাবার বিক্রি, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে ৫ দোকানিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার পরিদর্শনকালে ওজন যন্ত্রে ত্রুটি থাকায় কাপ্তান বাজার এলাকার বাদশা মিয়া মাংস বিতান, মায়ের দোয়া ও কামরুল মাংস বিতানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুছ শোয়েব। এ সময় নোংরা পরিবেশে খাবার বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর দায়ে রওশন হোটেলকে ৪০ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় শিশু খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান সালমা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ডিএসসিসি মেয়র বিভিন্ন প্রকার দ্রব্যের বাজারদর যাচাইকালে শিশু খাদ্য বিক্রেতা, মাংস ও মুদি দোকানির সাথে কথা বলেন। ওজন সঠিকভাবে আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কিনা এসব বিষয়ে খোঁজখবর নেন। এ সময় বাজার দর সম্পর্কিত যেকোনো অভিযোগ ৯৫৫৬০১৪ নম্বরে ফোন করে কর্পোরেশনকে জানাতে বলেন মেয়র সাঈদ খোকন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম