আন্তর্জাতিক ডেস্ক : ইসলামে ‘সমকাম’ শুধু পাপ নয়, একটা অপরাধ। অথচ, বিশ্বের এমন ৫ মুসলিম রাষ্ট্র আছে যেখানে ‘সমকাম’ আইনসিদ্ধ। এবেলা
দুই পুরুষকে চুম্বন করতে দেখে নাকি স্থির থাকতে পারেনি অরল্যান্ডোয় সমকামী নৈশক্লাবে হামলা চালানো ওমর মতিন। তাই, স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল নিয়ে ঢুকে পড়েছিল সমকামীদের নৈশক্লাবে। আর নিমেষে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল শতাধিক মানুষকে। যার মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়। জখম হন ৫২ জন। এদের মধ্যে বহু আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়ছেন।
ওমর মতিন নাকি ‘সমকামী’-দের ঘৃণা করত। তাই সে অরল্যান্ডো রেস্তোরাঁয় হামলা চালায়। এমনটাই দাবি করেছেন মতিনের বাবা। তার মতে, মতিন বারবার বলত ইসলামে ‘সমকাম’ পাপ। কিন্তু, ৫ মুসলিম রাষ্ট্রে ‘সমকাম’ আইননত সিদ্ধ। এই রাষ্ট্রগুলো হলোÑ মালি, জর্ডন, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং আলবেনিয়া।
মালি যতই রক্ষণশীল দেশ হোক, তাদের আইনে সমকামী হওয়া অপরাধ নয়। সমকামী বা সমকামিত্ব নিয়ে সেখানকার আইনে কিছুই বলা নেই। তবে, ‘অশ্লীলতা’ ও ‘অভদ্রোচিত’ আচরণের কথা সেখানকার আইনে বলা আছে। শুনলে অবাক হতে হবে ১৯৫১ সালেই ‘সমকামী’-দের আইনত সিদ্ধ বলে স্বীকৃতি দিয়েছিল জর্ডন। ইন্দোনেশিয়া কোনো দিনই সমকামীদের নিষিদ্ধ করেনি। বিশ্বের তাবড় তাবড় সমকামী ক্লাবগুলো সব ইন্দোনেশিয়াতেই। ১৮৫৮ সালেই তুরস্কের শাসনযন্ত্রে বসে থাকা অটোমানরা সমকামীকে অপরাধ বলে ঘোষণা করেনি। পরে তুরস্ক স্বাধীন হলেও এই আইন বলবৎ থেকে গিয়েছে। ১৯৯৫ সালে সমকামীদের আইনত সিদ্ধ বলে ঘোষণা করে আলবেনিয়া। সম্পাদনা : ইমরুল শাহেদ