মতিউর রহমান, সাভার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের উপর দাঁড়িয়ে বাস্তবতার নিরিখে সময়ের প্রয়োজনে জাসদের সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘ইতিহাসের অনেক সত্য আছে, যার সব কথা সবসময় বলা সমীচীন নয়’ বলেও জানান তিনি। বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে সাভার-সিঙ্গাইর সংযোগ সড়কের সংস্কার কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘেœ বাড়ি ফিরতে পারে সেজন্য ঈদের পাঁচদিন আগে থেকে রাজধানীর আশপাশে ১৫টি পয়েন্টে প্রথমবারের মতো পুলিশের পাশাপাশি রোবার স্কাউটের প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে। এছাড়া শিশু, বৃদ্ধ এবং নারীদের কথা চিন্তা করে এবার ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এর আগে মন্ত্রী সাভার-সিংগাইর সংযোগ সড়কের সংস্কারকাজ পরিদর্শনকালে মহাসড়ক দখল করে অবৈধ কাঁচাবাজার ও মহাসড়কের উপর ব্যাটারিচালিত রিকশা দেখে স্থানীয় ইউপি সদস্য ফকরুল আলম সমরকে মহাসড়ক দখলমুক্ত করার নির্দেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্যসহ জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্পাদনা : পরাগ মাঝি