রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশি ও বিদেশি চক্রান্তকারীদের সুযোগ গ্রহণ করে দেশের কিছু বিপদগামী সামরিক বাহিনীর সদস্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এর জন্য আমাদের মাসুল দিতে হয়েছে। তখন জাসদ ও ন্যাপ নীরব ছিল। গতকাল বুধবার সন্ধ্যায় আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, ’৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর সরকার জনগণের স্বপ্ন ভঙ্গ করেছে। এতে বঙ্গবন্ধুর সরকার জনবিচ্ছন্ন হয়ে পড়ে। আর এ সুযোগ গ্রহণ করেছে দেশি ও বিদেশি চক্রান্তকারীরা। তবে এ ধরনের ঘটনা ঘটুক আমরা কখনও চাইনি। জাসদের দুই অংশ এখন সরকারে আছে, তখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তাদের যোগসূত্র ছিল কিনা, জানি না।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর কারণে এ সরকার এখন গণবিচ্ছন্ন হয়ে পড়েছে। এতে ৭২ থেকে ৭৫ এর মতো আরও বড় ধরনের মাসুল সরকার, সরকারি দল, দেশ ও দেশের জনগণকে দিতে হতে পারে! কিন্তু আমরা কখনও তা প্রত্যাশা করি না। আমরা চাই, এ সরকার রাজনৈতিক ধারায় ফিরে আসুক আবার। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম