্আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে ২ পুলিশ কর্মকর্তাকে হত্যার ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছে এক আইএস সমর্থক। তবে রক্ষা পেয়েছে ৩ বছরের একটি শিশু। প্যারিসের কাছের ম্যাগনাভিল শহরে পুলিশ কমান্ডারের বাড়িতে ছুরি নিয়ে হামলা চালায় ২৫ বছর বয়সী লারোসি আব্বাল্লা। চ্যানেলআই
প্রথমে পুলিশ কমান্ডারকে ও পরে তার সঙ্গী আরেক পুলিশ সদস্যকে হত্যা করে সে। এ সময় ফেসবুকে ১৩ মিনিটের একটি ভিডিওতে হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করে আব্বাল্লা। ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তাদের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা করবে কি না তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল আব্বাল্লা। পরে ফরাসী পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে লারোসি আব্বাল্লার মৃত্যু হয়। আইএস সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’ আব্বাল্লাকে নিজেদের যোদ্ধা বলে দাবি করেছে। এ ঘটনাকে ‘প্রশ্নাতীতভাবে সন্ত্রাসী হামলা’ বলেছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।