• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

ব্যাগভর্তি অর্থসহ আর্জেন্টিনায় সাবেক মন্ত্রী গ্রেফতার

প্রকাশের সময় : June 16, 2016, 12:02 pm

আপডেট সময় : June 16, 2016 at 12:02 pm

আন্তর্জাতিক ডেস্ক : বুয়েন্স আয়ার্সের কাছে একটি আশ্রমে কয়েক লাখ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা লুকিয়ে রাখার চেষ্টার অভিযোগে আর্জেন্টিনার একজন সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। হোসে লোপেজ নামে এই ব্যক্তি আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের মন্ত্রিসভার গণপূর্তমন্ত্রী ছিলেন। বিবিসি
কর্মকর্তারা বলেছেন, আশ্রমে কর্মরত একজন সন্ন্যাসিনী এক ব্যক্তিকে দেয়ালের ওপর দিয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ ছুঁড়তে দেখার পর পুলিশে খবর দেন। তবে পুলিশ একটি অবৈধ রাইফেল বহন করার জন্য লোপেজকে ‘আওয়ার লেডি অব দ্য রোজারি অব ফাতিমা’ নামে ওই আশ্রম থেকে তাকে প্রথমে আটক করে। এরপর ওই ব্যাগগুলো খুঁজে পায় পুলিশ। প্যাকেটগুলো থেকে ডলার, ইয়েনসহ কয়েকটি দেশের মুদ্রার পাশাপাশি ঘড়িও পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই মুদ্রাগুলোর মূল্যমান প্রায় ৭০ লাখ ডলার। এছাড়া লোপেজ যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন, সেটিতেও আরো বেশ কিছু মুদ্রা পাওয়া যায়।
দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে টোকিওর গভর্নরের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : মাসুজোসরকারি তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন জাপানের টোকিও শহরের গভর্নর ইয়ুইচি মাসুজো। বুধবার টোকিওর অ্যাসেম্বলিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে জাপান টাইমস। মঙ্গলবার থেকে তার পদত্যাগ কার্যকর হওয়ার কথা রয়েছে। বুধবার বিকেলের দিকে ইয়ুইচির বিরুদ্ধে অ্যাসেম্বলিতে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। আর সে ভোটের আগেই নিজের পদত্যাগ পত্র জমা দেন ইয়ুইচি। তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর এরইমধ্যে অনাস্থা ভোট প্রত্যাহার করে নিয়েছে রাজনৈতিক দলগুলো। বিবিসি
গভর্নরের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার বিদেশ সফরে যান মাসুজো
গত এপ্রিলে প্রথমবারের মতো বিরোধীদের রোষানলে পড়েন ইয়ুইচি। কানাগাওয়া প্রদেশে পারিবারিকভাবে ছুটি কাটাতে যাওয়ার সময় সরকারি গাড়ি ব্যবহৃত করায় তুমুল সমালোচনা হয়। ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ৯ বার বিদেশ সফরে গেছেন এবং ২শ মিলিয়নের বেশি ইয়েন খরচ করেছেন বলে সে সময়ই তা সবার সামনে আসে। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ইয়ুইচি। তিনি বলেছিলেন, ‘আপনারা কি মনে করেন, হংকং-এর নেতা একটি দ্বিতীয় শ্রেণির হোটেলে থাকবেন? সেটি কি লজ্জাজনক হতো না?’
ছুটি কাটাতে বাড়িতে যাওয়াটা তার কাজের জন্য ভালো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। তার দাবি, ছুটি কাটিয়ে তিনি সতেজ হতে পেরেছিলেন এবং নতুন উদ্যমে কাজ করতে পেরেছেন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)