সরকারি নির্দেশে সৌদি আরবে শ্রমিকদের ৩ ঘণ্টার কর্মবিরতি
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গতকাল বুধবার থেকে দিনের মধ্যভাগে শ্রমিককে দিয়ে কাজ করানো নিষিদ্ধ হচ্ছে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ বিভাগ গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, প্রখর সূর্যের তাপের কারণে দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না। এ নির্দেশ বুধবার থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।
মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ফাহদ আল ওবাইদি এ কথা নিশ্চিত করেছেন। তিনি সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন, তেল ও গ্যাসক্ষেত্র সহ জরুরি ব্যবস্থাপনা বিভাগে যারা কর্মরত তারা এ নির্দেশের বাইরে থাকবেন। তবে তাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষায় অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া সৌদি আরবের যেসব এলাকায় তাপমাত্রা কম সেখানেও এ নির্দেশ কার্যকর হবে না। তিনি বলেন, মন্ত্রণালয় বেসরকারি খাতে যারা কর্মরত তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের জন্য তারা নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করতে চান। নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত হতে তারা বিভিন্ন অঞ্চলের গভর্নরদের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। এ বিষয়ে রিপোর্ট ১৯৯১১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।