আসিফ এন্তাজ রবি
এটার সঙ্গে সেটা মিশিয়ে, বিজ্ঞানীরা একটা ওষুধ বানিয়েছেন। ছোট্ট বোতামের মতো একটা ট্যাবলেট। যেটা খেলে মানুষ ঘুমিয়ে পড়বে। মাথাব্যথা কিংবা পেটের বেদনায় আপনার ত্রাহি অবস্থা। পেইন কিলার নামে একটা ইনজেকশন আছে। যেটা দেওয়া মাত্র আপনার ব্যথা দূর হয়ে যাবে। আপনার পেটের ভেতর অ্যাপেনডিক্স পেকে বসে আছে। পেট কেটে সেটা বের করতে হবে। বিজ্ঞানীরা কয়েক ফোটা ওষুধ দিয়ে আপনাকে অজ্ঞান করিয়ে দেবে। আপনি মারা যাবেন না, জাস্ট কিছুক্ষণের জন্য ঘুমের ঘোরে অন্য জগতে চলে যাবেন। অপারেশন শেষে আপনি আবার ফিরে আসবেন।
এসব দেখে আমার মনে হয়, আচ্ছা, বিজ্ঞানীরা কি এমন একটা ওষুধ বানাতে পারেন না, যেটা খেলে মানুষের মন থেকে ঘৃণা চলে যাবে। সে আর কাউকে ঘৃণা করতে পারবে না। পোলিও টিকার মতো, কোনো ঘৃণা প্রতিষেধক ভ্যাকসিন কি আবিষ্কার করা সম্ভব? প্রতিটা মানবশিশুকে সেই টিকা দেওয়া হবে। তার মন থেকে ঘৃণা, লোভ, ঈর্ষা, হিংস্রতা, পরশ্রীকাতরতা চলে যাবে। মানুষকে যদি ঘুম পাড়ানো সম্ভব হয়, যদি কয়েক সেকেন্ডের মধ্যে কাউকে অজ্ঞান করানো সম্ভব হয়, তাহলে অবশ্যই ঘৃণা, লোভ ইত্যাদি দূর করার ওষুধ আবিষ্কার করা সম্ভব।
তাহলে মরণাস্ত্র বাদ দিয়ে বিজ্ঞানীরা সেই টিকা, সেই ওষুধ আবিষ্কার করুক।
ক্যান্সার নয়, ভূমিকম্প নয়, মানবজাতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ‘ঘৃণা’। এই ঘৃণার কারণে এত খুনাখুনি, এত যুদ্ধ, এত অশান্তি। পোলিওর মতো ঘৃণা প্রতিষেধক টিকা আসুক। খুব তাড়াতাড়ি আসুক। পৃথিবীটা আবারও বাসযোগ্য হয়ে উঠুক।
লেখক : উপস্থাপক ও লেখক
সম্পাদনা : জব্বার হোসেন