এ নিয়ে প্রায়ই লেখালেখি করেন। ঠিক কবে থেকে তিনি ফরহাদ মজহারের শিষ্য জানি না, অথবা আদৌ শিষ্য কিনা, তাও অজানা, তবে ইদানিং তার সঙ্গে হওয়া আলাপচারিতা নিয়ে বেশকিছু লেখালেখি দেখা যাচ্ছে। তার সঙ্গে তার সখ্য সম্পর্কে নিজের স্ট্যাটাসে আগে সেভাবে কিছু না লিখলেও এখন লিখছেন। তবে তার সত্যিকারের পরিকল্পনা সম্পর্কে তাকে কখনও স্ট্যাটাস দিতে দেখা যায়নি।
কেন? সে উত্তর কেবল তিনিই দিতে পারবেন। দেবেন কিনা, তা হয়তো সময় বলে দেবে। তবে এতো গালিগালাজ আর এতো বন্ধুত্ব নিধনের পরেও এভাবে ফেসবুকে লেখালেখি চালিয়ে যাওয়ার উদাহরণ খুব বেশি দেখিনি। তার প্রতিটি স্ট্যাটাসের পরে তার ‘অনুসারী(??)’ বাহিনী যেভাবে বিভিন্নজাতের গালিগালাজসহ ঝাঁপিয়ে পড়ে, এবং সেখানে যেভাবে তিনি প্রায় একাকী তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া কিংবা প্রতিউত্তর দিয়ে যান, তা দেখে বেশ অবাক হতে হয়। এই মুহূর্তে, ফেসবুক পরিদর্শন করে, তার স্ট্যাটাস এবং তার নিচে জমে থাকা কমেন্ট পড়ে তার সম্পর্কে একটা কথাই মনে হয়, ‘হি ইজ অ্যা ওয়ান ম্যান আর্মি’।
লেখক : চিকিৎসক ও কলামিস্ট
সম্পাদনা : জব্বার হোসেন