প্রকাশের সময় : June 16, 2016, 1:44 pm
আপডেট সময় : June 18, 2016 at 1:55 pm
উদ্বাহু উদ্বাস্তুর মতন জীবনের দৌড়ঝাঁপ, সময়ের এদিক ওদিক ছিল প্রবল প্রতাপ। দিনান্তে ফুরাবে আলো শূন্য করে ভাঁড় শক্তিহীন কর্মহীন হঠাৎ জীবন অসাড়। বেখেয়াল ভুলে ভুলে কেটেছে বেলা জীবনের অর্থ শুধু জীবনকে অবহেলা। পরিচিতি : কবি ও ব্যাংক কর্মকর্তা