সাহাব উদ্দিন রিটু, লামা : গত বুধবার রাতে ১৫-২০টি বন্যহাতির একটি দল লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চম্পাতলী ও টিটিএন্ডডিসি গ্রামে তান্ডব চালিয়ে ২৫টি বসতিঘরসহ বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি করে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বনের গভীর থেকে বন্যহাতির একটি দল বুধবার রাতে লোকালয়ে নেমে এলাকার বিভিন্ন বসতঘরে আক্রমণ করে ভেঙ্গে দেয়। এ সময় হাতিগুলো কৃষকের কলা ও আম বাগান তচনছ করে এবং ঘরে থাকা ধান খেয়ে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ ও পৌর মেয়র জহিরুল ইসলাম ঘঠনাস্থলে গিয়ে এলাকাবাসীসহ লোকালয় হতে অন্যত্র হাতি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। সম্প্রতি লামাতে হাতির তান্ডবে প্রাণহানিসহ ঘরবাড়ি, ক্ষেত-খামার ও বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লামা বন বিভাগের এখনও টনক নড়েনি।
উল্লেখ্য, গত ২৭ মে ধুইল্যাপাড়ায় বসতঘরে বন্যহাতির তান্ডবে মো. ইলিয়াছ সওদাগরের মেয়ে মেহেরুন্নেছা (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হন