আবুল বাসার আব্বাসী, মানিকগঞ্জ : আগামী ইউপি বাজেটে নবায়ণযোগ্য জ্বালানির খাত অন্তর্ভূক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা বারসিক কর্তৃত আয়োজিত ইউপি বাজেটে নবায়ণযোগ্য জ্বালানি খাত চাই শীর্ষক এক জনসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার অফ গ্রিড এলাকার মানুষের জন্য নবায়ণযোগ্য জ্বালাণিকে বিকল্প উৎস হিসেবে চিহ্নিত করেছেন। স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে বারসিকের এ দাবিকে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার জেলা সমন্বয়কারী বিমল রায়, ইউপি আ.লীগ সভাপতি আব্দুল মান্নন, কমরেড মজিবর রহমান মাস্টার, মো. শরিফ আলী, ইউপি সদস্য সাগর আহাম্মেদ সাবু, রহিমা বেগম, মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে রাসকমল গোস¦ামীর শ্মশানে রফিকুল ইসলাম ছবেদ একটি বট গাছ রোপন করেন।