‘আমরা হুমকিতে ভীত নই’
সুজন কৈরী : আমরা কোনো হুমকিতে ভীত নই। আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রম স্বাভাবিক রেখেছি, গত বুধবার রামকৃষ্ণ মিশনে হুমকির প্রেক্ষিতে গতকাল আমাদের অর্থনীতিকে দেওয়া প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ।
হুমকির চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে স্বামী ধ্রুবেশানন্দ বলেন, আমরা হুমকির বিষয়ে ভীত নই। বাংলাদেশে এটা চলছেই। অনেকের সাথে এরকম হয়েছে। তবে আমরা মোটেও বিচলিত নই। আমরা রুটিন অনুযায়ী (যে রকম প্রোগাম আছে) আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে সাবধানতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে, ঈশ্বর ওদের (হুমকিদাতাদের) সৎবুদ্ধি দিক। আর আমাদের শক্তি ও সাহস দিক ওদের প্রতিহত করার। হুমকির ঘটনায় আমরা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি না। প্রশাসন থেকে আমাদের আশ্রমে পুলিশ পাঠিয়েছে। পুলিশ আশ্রমের প্রধান ফটকে অবস্থান নিয়েছে। আশ্রমে আসা ব্যক্তিদের পুলিশ চেক করে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে। সরকার ও জনসাধারণ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কোনো অন্যায় করিনি। ভুল বোঝাবুঝি থেকে হয়তো তারা (হুমকিদাতারা) এরকম করে।
দেশের বিভিন্ন স্থানে পুরোহিত হত্যাকা- বা হত্যাচেষ্টার বিষয়ে মিশনের অধ্যক্ষ বলেন, পুরোহিত হত্যাকা- কোনোভাবেই কাম্য নয়। তবে সকলেই তো সমান নয়। তারা একটা জিনিসকে প্রাধান্য দিচ্ছে। আমরাতো মানি সেই প্রকৃত ধার্মিক যে নিজের ধর্মে নিষ্ঠা রাখে এবং অন্যসব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম