ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একটি গোষ্ঠী বলে থাকে- আমরা নাকি ভারতঘেঁষা। কিন্তু বাংলাদেশ কোনো দেশের লেজুরবৃত্তি করে না। বাংলাদেশ ভারতের লেজুরবৃত্তিও করে না। যারা এসব কথা বলে তারাই বিভিন্ন সময় ভারতের লেজুরবৃত্তি করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে ভারতের সঙ্গে নৌ ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌ ট্রানজিটের ফলে ট্রাক মালিক-শ্রমিক এবং জাহাজ মালিকরা লাভবান হবেন। সরকার রাজস্ব পাবে। বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বর্তমানে নির্ধারিত ফি ছাড়াও আরও অনেক ফি নতুন করে পাওয়া যাবে। ফলে এখন যে শুল্ক ১৯২ টাকা সেটা হয়তো একসময় ৮০০ টাকা ছাড়িয়ে যাবে।
মন্ত্রী বলেন, পদ্মা এবং পায়রা বাংলাদেশের উন্নয়নের ধারায় নতুন দিগন্ত সূচিত হবে। এসব উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিশ্বমানবতার মহাশত্রু ও বিশ্বের অন্যতম ঘৃণ্য গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে। নানা নামে বিএনপি-জামায়াত দেশের সাধারণ মানুষকে হত্যা করে চলেছে। আর খালেদা জিয়া জঙ্গিদের আড়াল করতে এসব হত্যাকা- আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে চাইছেন। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে।
পরে দুপুর সোয়া একটার দিকে মন্ত্রী অতিথিদের নিয়ে ফিতা কেটে শুল্কযুক্ত নৌ ট্রানজিটে মালামাল খালাসের কাজ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, দুদেশের জনগণের সুবিধার জন্যই আদান-প্রদানটা জরুরি। এতে দুদেশের জনগণই লাভবান হবে।
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এটি দুদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, আমাদের স্বপ্ন আজ সত্যি হয়েছে। এ সময় তিনি নিজেদের ভূখ- ব্যবহার করতে দেওয়ায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সরাইল আশুগঞ্জ এলাকার সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল চুক্তির আওতায় এক হাজার টন স্টিল সিট নিয়ে বুধবার বিকালে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছে এমভি নিউটেক-৬ নামক একটি কার্গো জাহাজ। আগামীকাল ট্রানজিট মাশুল দিয়ে এসব পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছার কথা রয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি