মমিনুল ইসলাম : দেশের ১০ কোটি নাগরিককে করের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, জনগণ কর পরিশোধে প্রস্তুত রয়েছে। টার্গেট পূরণে কর বিভাগের প্রয়োজন জনগণের সঙ্গে সমন্বয় সাধন করা। এজন্য জনগণের মধ্য থেকে কর বিভাগের ভয় দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাজস্ব বিষয়ক একটি বৈঠকে কর কর্মকর্তাদের এ আহ্বান জানান মোদি। এনডিটিভি
কর কর্মকর্তাদের তিনি বলেন, ভারতে ৯২ শতাংশ কর স্বয়ংক্রিয়ভাবে আদায় করা হয়। দেশের ৪২ হাজার কর কর্মকর্তা মাত্র ৮ ভাগ কর আদায়ে সম্পৃক্ত রয়েছেন।
ভারতে সর্বমোট ৫.৪ কোটি কর দাতা রয়েছে উল্লেখ করে এ সংখ্যা ১০ কোটিতে নিয়ে আসার নির্দেশ দেন তিনি। সম্পাদনা : রাশিদ রিয়াজ