ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারতের দক্ষিণি সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত গুরুতর অসুস্থ। পরবর্তীতে শোনা যায় এ অভিনেতার মৃত্যু গুজব।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে হার্ট অ্যাটাক করে লন্ডনের এক হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা। কিছুক্ষণ পরেই সেখানে জানানো হয় এ অভিনেতা মারা গেছেন।
কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। দক্ষিণের বিভিন্ন তারকারা তাদের সামাজিক যোগযোগমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেন। শেষ পর্যন্ত জানা যায় খবরটি সম্পূর্ণ গুজব। সুস্থভাবেই বেঁচে আছে এ কিংবদন্তি অভিনেতা।
রজনীকান্তের মুখপাত্র এ গুজব উড়িয়ে দিয়ে জানান, ‘তিনি (রজনীকান্ত) যুক্তরাষ্ট্রে বিশ্রাম নিচ্ছেন। তিনি খুব আনন্দে আছেন এবং পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। গুজব বিশ্বাস করার দরকার নেই।’
কিছুদিন আগেই তার কাজের স্বীকৃতিস্বরুপ পদ্মবিভুষণ গ্রহণ করেছন ৬৫ বছর বয়সি রজনীকান্ত। খুব শিগশিরই মুক্তি পাবে তার কাবালি সিনেমাটি। এছাড়া বর্তমানে রোবট-টু সিনেমার শুটিং করছেন তিনি।