বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ও ঢালিউড কিং শাকিব খানকে এবার ঈদের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে। অনুষ্ঠানের নাম ‘শাকিব বনাম সাকিব’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারহানা নিশো।
অনুষ্ঠানটি প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘আমি চার বছর ধরে সাকিব আল হাসান ও শাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার পরিকল্পনা করছি। অবশেষে আমার ইচ্ছা পূরণ হয়েছে। সাকিব আল হাসান ও শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ।’
‘শাকিব বনাম সাকিব’ অনুষ্ঠানে গেম শোসহ ঈদের অনেক প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন বলে জানিয়েছেন ফারহানা নিশো।
অনুষ্ঠানটিতে বিভিন্ন মজার গেমে অংশ নিতে দেখা যাবে সাকিব আল হাসান ও শাকিব খানকে। এসব গেমের মধ্যে রয়েছে সাপলুডু, গ্লাসে পানি ভরা ও বেলুন ফোটানো। এ ছাড়া ব্যক্তি জীবনের অনেক গল্প করেছেন দুই অঙ্গনের এই দুই বড় তারকা।
মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে। -এনটিভি