ডেস্ক রিপোর্ট : ইউরো কাপের ম্যাচে শুক্রবার শেষ মুহূর্তের গোলে সুইডেনকে হারিয়ে নকআউট পর্ব তথা শেষ ষোলো নিশ্চিত করেছে গতবারের রানার আপ ইতালি। ইব্রাহিমোভিচদের এদিন ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। ‘ই’ গ্রুপে এর আগে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো ইতালি।
সুইডিশদের বিরুদ্ধে এদিন কঠিন লড়াই করেই জিততে হয়েছে ইতালির। আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্যভাবে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়। বিরতি থেকে ফিরে উভয় দলই গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলো।
অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন ম্যাচটি গোলশূন্যভাবেই শেষ হতে যাচ্ছে। নকআউট পর্ব নিশ্চিত করতে ইতালির হয়তো শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ে দুই মিনিট আগে হিসেব নিকেশ সহজ করে ফেলেন এডার। জাজার সহযোগিতায় সুইডিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে ১৮ গজ দূর থেকে সুইডেনের জালে বল জড়ান তিনি। সাথে সাথে উৎসবে মেতে উঠে স্টেডিয়ামে উপস্থিত থাকা ইতালির সমর্থকরা। ঢাকাটাইমস