• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

জামালপুরে দুই পরিবারের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : June 18, 2016, 12:26 am

আপডেট সময় : June 17, 2016 at 11:28 pm

জামালপুর প্রতিনিধি : খেলতে গিয়ে সামান্য হাতাহাতি হয়েছিল দুই শিশুর। এটাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর হামলা ও সংঘর্ষ। প্রাণ যায় দুই অভিভাবকের। আহত হন ১০ জন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত দুই অভিভাবকের একজন গত বৃহস্পতিবার গভীর রাতে ও একজন গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন ম-ল মিয়া (৫০) ও মোশারফ হোসেন (৫৫)। আহত ১০ জন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গত বৃহস্পতিবার বিকেলে ম-ল মিয়ার সাত বছরের নাতি শামীম মিয়া ও প্রতিবেশী মোশারফ হোসেনের আট বছরের মেয়ে মঞ্জু রানী বাড়ির পাশে খেলছিল। খেলা নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য হাতহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার সাতটার দিকে মোশারফ হোসেন লোকজন নিয়ে ম-ল মিয়ার বাড়িতে হামলা চালায়। দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে ম-ল মিয়া ও মোশারফ হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাদের দুজনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ম-ল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোশারফ হোসেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
দুই পক্ষের চারজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)