
নীলফামরীতে বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক
নূর সিদ্দিকী, নীলফামারী : নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে নীলফামারী র্যাব-১৩। শুক্রবার দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামন থেকে র্যাব-১৩ তাদের আটক করে। আটককৃতরা হলো, ডোমার উপজেলার সদর বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৪)।
নীলফামারী র্যাব -১৩ এর এএসপি মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বামী নুর ইসলাম ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের নিকট আমেরিকার তৈরী একটি পিস্তল ও কার্তুজ ও দুইটি ম্যাগজিন উদ্বার করা হয়। এ ব্যাপারে, র্যাব-১৩ ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বন্দরটিলায় কভার্ডভ্যানের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বন্দরটিলার দারুস সালাম মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিকশাআরোহী কহিনূর বেগম (৪৫) ও চালক মো. বাবুলও (৪৫)। এরা দুজনই নগরীর নিউমুরিং এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি কভার্ডভ্যান একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রিকশাআরোহী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ইপিজেড থানার এএসআই খুরশীদ আলম জানান, চালকসহ কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
