সাহেদ আলম
বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে শ্রমবাজার রপ্তানি করে। আর সরকারের বৈধতা বাড়াচ্ছে জঙ্গিবাদের ধারণা রপ্তানি করে। বিশ্ব মূলধারার সব গণমাধ্যমে বাংলাদেশে সন্দেহভাজন জঙ্গি ধরার হাজার হাজার সংখ্যাটা দারুণ ফলাও করে প্রচার হচ্ছে। এটা একটা স্বার্থকতা। দুদিন পর কিন্তু আর বলতে পারবেন না দেশে আইএস নেই। মাঝখান থেকে ঘোলাজলের মাছে পরিণত হচ্ছেÑ যারা দেশে খুন হচ্ছে তারাই।
সবই ঠিক আছে জানেন? সবই ঠিক আছে। শুধু ঠিক নেই এই দেশের জনগণ। ওরা নিদারুণ কষ্টে আছে। আতঙ্কে আছে। জঙ্গি উপাধি পাওয়ার আতঙ্কে। পুলিশের আতঙ্কে। পরিবারের সঙ্গে ঈদ পালন করতে না পারার আতঙ্কে।
রাষ্ট্রের এমন জনবিরোধী রূপ কেবল উন্নততর থেকে উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বের নানা টিউলিপ সংস্থা থেকে ক্ষমতাবান থেকে আরও ক্ষমতাবান উপাধি পাচ্ছেন। আপনি দীর্ঘজীবী হোন মাননীয় প্রধানমন্ত্রী।
ইতিহাসে আপনার নাম দেখতে চাই হাজারও বছর। নিশ্চয়ই জনগণের সঙ্গে যারা যুদ্ধ করে নিজের আসন পোক্ত রেখেছিলেন, এমন শাসকরাও স্বরণীয় ইতিহাসে ।
লেখক : নিউইয়র্ক প্রবাসী, সাংবাদিক / সম্পাদনা : জব্বার হোসেন