রফিকুল ইসলাম, গাইবান্ধা : বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের এই দুঃসময়ে ইমামদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। তিনি গতকাল শনিবার সাঘাটা থানা পুলিশ আয়োজিত বোনারপাড়া কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্থানীয় মসজিদের ঈমামদের সাথে ‘সন্ত্রাস ও জঙ্গি বিরোধী’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঈমামদের প্রতি এ আহবান জানান।
তিনি আরও বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিদেশি চক্র এদেশের বিপদগামী লোকদের সহায়তায় যুব সমাজকে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম বিরোধী কাজে লিপ্ত করছে। ডিআইজি খন্দকার গোলাম মোস্তফা ঈমামদেরকে মাসে অন্তত একবার রাষ্ট্রের স্বার্থে, ধর্মের স্বার্থে দেশের মানুষের কল্যাণের স্বার্থে জঙ্গিবিরোধী খুৎবা পাঠ করার অনুরোধ করেন।
সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোজাহারুল মান্নান, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, আ’লীগ নেতা নাজমুল হুদা দুদু, মহিমাগঞ্জ আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ এবায়দুর রহমান, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, উপজেলা কেন্দ্রী জামে মসজিদ ঈমাম মতিউর রহমান প্রমুখ।