
‘সিলেটের গ্যাস চুরি হচ্ছে না’
আশরাফ চৌধুরী রাজু, সিলেট : জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের এক মাত্র জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেড সরকারকে রাজস্ব দিচ্ছে। সিস্টেম লস হচ্ছে না। চুরি হচ্ছে না। সিলেটের গ্যাস দিয়ে দেশের অনেক অঞ্চলে গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে। তাই সিলেটের শিল্প কারখানায় ও আবাসিক সংযোগ চালু করার ব্যাপারে আমি জ্বালানি উপদেষ্টাসহ সকলের সাথে কথা বলব।
যারা ইতোমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছেন এবং ব্যাংকে টাকা জমা দিয়েছেন তাদের গ্যাস সংযোগ দেয়া অবশ্যই দরকার। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনের হল রুমে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং চট্ট ২৫২০ (সিবিএ) ‘বর্ষপূতি স্মারক ২০১৬’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিবিএ এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কনস্ট্রাকশন ডিভিশনের মহা ব্যবস্থাপক প্রকৌশলী শুয়েব আহমদ মতিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিবিএ এর সাধারণ সম্পাদক মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান বলেন, বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে শেভরনের একটি গ্যাস কূপ আছে। ওই গ্যাসের প্রেসার কম, ওই গ্যাস জাতীয় গ্রিডে যাওয়া সম্ভব নয়। এই গ্যাস জালালাবাদ গ্যাসকে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের যে সমস্যা আছে সেটির সমাধান হতে পারে। প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মোমেন বলেন, মৌলভীবাজারের গ্যাস ক্ষেত্র নিয়ে জ্বালানি উপদেষ্ঠার সাথে আলাপ করে তিন কিলোমিটার গ্যাস লাইনের কাজ দ্রুত সমাপ্ত করে সিলেটের গ্যাসের সংযোগ প্রদানের তড়িৎ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা করবো।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর জগদিস দাস, আওয়ামী লীগ নেতা নুনু মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।
