• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

আশ্রয় ও গৃহহীনে গৃহ প্রদানে সংশ্লিষ্টদের মনপ্রাণ দিয়ে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

প্রকাশের সময় : June 19, 2016, 12:00 am

আপডেট সময় : June 18, 2016 at 9:42 pm

দীপক চৌধুরী ও কলিট তালুকদার : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সকলকে মন-প্রাণ দিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প একটি বাড়ি একটি খামার- অর্থহীনে অর্থ ও কর্মহীনে কর্মসৃজন এবং আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় ও গৃহহীনে গৃহ প্রদান কাজে সংশ্লিষ্ট সকলকে মনপ্রাণ দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী গতকাল শনিবার ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে নবনির্মিত একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে- জাতির পিতার লালিত এ স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে গ্রহণ করেছেন দারিদ্র্যবান্ধব কর্মসূচি। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মন্ত্রী শামসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১ কোটি ১০ লাখ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্থায়ী দারিদ্র্যমুক্ত করার সংগ্রামে লিপ্ত রয়েছেন।
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে বর্তমান সরকার। নি¤œবিত্ত মানুষকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। তিনি আরও বলেন, কারো সন্তান ইংল্যান্ড আমেরিকায় পড়াশোনা করবে, আর কেউ নিজের ছেলেকে স্কুল কলেজে পড়াতে পারবে না; এমন অসমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায় না।
তিনি বলেন, প্রত্যেককেই বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার আওতায় আনা হচ্ছে। ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঈশ^রদী একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৭টি ইউনিয়নের ৬৩টি গ্রামের ৩ হাজার ৭৮০ জন সুফলভোগী রয়েছেন। তাদের মধ্যে গবাদি পশু, হাঁস-মুরগি, সবজি বীজ, গাছের চারা এবং ঢেউ টিন বরাদ্দ বাবদ ২৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ঈশ^রদীতে এ প্রকল্পের আওতায় ৬ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকার তহবিল রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)