স্পোর্টস ডেস্ক : ডোপ কেলেঙ্কারির দায়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। এর ফলে আগস্টে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে খেলতে পারবেন না রুশ অ্যাথলেটরা। গত নভেম্বরে বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) এক তদন্ত প্রতিবেদনে জানা যায়, নিষিদ্ধ ওষুধ গ্রহণের ব্যাপারটি রাশিয়ান অ্যাথলেটদের ক্রীড়াসংস্কৃতিরই অংশ হয়ে পড়েছিল। এ জন্য অ্যাথলেটদের সাহায্য করে দেশটির সরকারও।
এমন অভিযোগের পর নভেম্বরেই রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইএএএফ। সেই নিষেধাজ্ঞা তুলে নিতে আইএএএফ-এর কাছে আবেদন করেছিল রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশন। তবে পূর্বের নিষেধাজ্ঞাই বহাল রেখেছে আইএএএফ।