স্পোর্টস ডেস্ক : বেলজিয়ামের ডেভিড গোফিনকে ৬-১, ৭-৬ পরাজিত করে এটিপি হল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছেন রজার ফেদেরার। আর একটি মাত্র জয়ে ১১ বারের মত ঘাসের কোর্টের এই টুর্ণামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করবেন সুইস এই তারকা। বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর এই তারকা উইম্বলডনের অনুশীলন এই টুর্নামেন্টের নবম শিরোপার লক্ষ্যে খেলা শুরু করেছেন। সেই লক্ষ্যে তিনি এগিয়েও চলেছেন। গতকাল শনিবার শেষ চারে ফেদেরারের প্রতিপক্ষ তরুণ জার্মান খেলোয়াড় আলেকসান্দার ভেরেভ। ১৯ বছর বয়সী ভেরেভ কোয়ার্টার ফাইনালে সাইপ্রাসের মার্কোস বাগদাতিসকে ৭-৬ (১১/৯), ৬-৩ গেমে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।
প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, আমি মনে করি ভেরেভ ভালই খেলেছে, বিশেষ করে প্রথম সেটে সে অপ্রতিরোধ্য ছিল। মার্কোসের সেটটি জেতা উচিত ছিল। কিন্তু সেই সেটে পরাজিত হয়ে সবকিছু ভেরেভের নিয়ন্ত্রণে চলে যায়। একটি ব্রেকেও ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। সে কারণেই সব কৃতিত্ব ভেরেভের।
তার সার্ভিস বেশ ভাল, ব্যাকহ্যান্ডেও পারদর্শী। তবে ফোরহ্যান্ডে তার কিছু উন্নতির প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে সে একজন কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রমাণ করবে বলেই আমার বিশ্বাস, এতে কোন সন্দেহ নেই।