স্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে তুরস্কের চেয়ে স্পেন অনেকটাই এগিয়ে, এটা বলা বাহুল্য। তা ছাড়া ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলতো স্প্যানিশরাই। বাড়তি আত্মবিশ্বাস নিয়েখেলতে নেমে মাঠেও তার প্রমাণ রেখেছেন দেল বক্সের শিষ্যরা। গত শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক ম্যাচে তুরস্ককে ৩-০গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছেস্পেন।
অপর ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ২-২গোলে নাটকীয় ড্র করেছে ক্রোয়েশিয়া। চেকের হয়ে গোল দুটি করেছেন মিলান স্কোডা ও থমাসনেসিদ, যথাক্রমে ৭৬ ও ৮৯ মিনিটে। এর আগে খেলার ৩৭ ও ৬৯ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন ইভারপেরিসিক ও ইভার রাকিটিস।
এদিকে ফ্রান্সের নিসে স্পেন খেলেছে চ্যাম্পিয়নের মতোই। প্রথমার্ধেই ২গোলে এগিয়ে থাকে তারা। ম্যাচের ৩৪ মিনিটেস্পেনকে লিড এনে দেন আলবার্তোমোরাতা। সতীর্থ নালিতোর উড়িয়েদেয়া বলটি দুর্দান্ত একহেডে তুরক্সের জালে জড়ান রিয়াল মাদ্রিদে সাবেক এই ফরোয়ার্ড (১-০)।
তিন মিনিটের ব্যবধানে চ্যাম্পিয়নদেরগোল ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের জোগানদাতা নালিতো। সেস ফাব্রেগাসের উঁচু করে বাড়ানো বলটি খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে তুরক্সের জালে প্রবেশ করান তিনি (২-০)। আর ৪৮তম মিনিটে তুর্কিদের কফিনেশেষ পেরেকটি ঠুকে দেন মোরাতা (৩-০)। ম্যাচটিতে এটি তার ব্যক্তিগত দ্বিতীয়গোল।