স্পোর্টস ডেস্ক : শনিবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর এক জয় পেয়েছে কলম্বিয়া। এই জয়ে শতবর্ষী আসরটির সেমিফাইনালের খেলা নিশ্চিত করেছে হামেস রদ্রিগেজদের দল। এদিন টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় পেরুকে ৪-২গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচটিতে সমান তালে লড়ে গেছে কলম্বিয়া-পেরু। তাই প্রথমার্ধ কেটেছে গোলশূণ্যভাবে। আবার দ্বিতীয়ার্ধও কেটেছে একইভাবে,গোলেরদেখা পায়নি দুদলের কেউই (০-০)। অতিরিক্ত সময়েও একে অপরকে রুখে দিলে রোমাঞ্চের শেষটা গড়ায় টাইব্রেকারে।
এই ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হোসে পেকারম্যানের দল কলম্বিয়া নাম লিখিয়েছে কোপা আমেরিকার শেষ চারে। অপরদিকে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশের বিমান ধরার অপেক্ষায় পেরু। এ যেন নিয়তির কাছেই হার মানলো তারা।