এল আর বাদল : অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের স্বপ্নের টি-২০ দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট সেনসেশন মুস্তাফিজুর রহমান। গতকাল শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নির্বাচিত এই দলের খেলোয়াড়দের নাম প্রকাশ করেন শেন ওয়ার্ন।
মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যেই ৫২ উইকেট লাভ করেছেন। ২টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন চার উইকেট। ৯টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নামের পাশে যোগ করেছেন ২৬ উইকেট। এর মধ্যে রয়েছে টানা দুটি ওয়ানডেতে ৫ উইকেট শিকার। আর ১৩টি টি-২০ ম্যাচ খেলে ঝুলিতে জমা করেছেন ২২ উইকেট। সবশেষ টি-২০ ম্যাচে (বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে) ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৪ ওভারে ২২ রান খরচায় শিকার করেছেন ৫ উইকেট।
মুস্তাফিজের এসব অর্জন বিবেচনায় নিয়েই শেন ওয়ার্ন তার স্বপ্নের একাদশে নিয়েছেন। এদিকে ওয়ার্নের স্বপ্নের দলে ওয়েস্ট ইন্ডিজের চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারিন। অস্ট্রেলিয়ার দুজন তারকা শেন ওয়াটসন ও মিচেল স্টার্ক জায়গা পেয়েছেন। বাকিরা হলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের জস বাটলার ও ভারতের বিরাট কোহলি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান।
নির্বাচিত একাদশ : ক্রিসগেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারিন ও ফিজ (মুস্তাফিজুর রহমান)।