অভি মঈনুদ্দীন ঃ চলচ্চিত্রাভিনেত্রী অরুনা বিশ্বাস এখন টিভি নাটকেও অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। শুধু তাই নয় নাটক নির্মাণেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে নন তিনি। গুণী এইন অভিনেত্রীর সঙ্গে এবারই প্রথম একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করেছেন তমালিকা কর্মকার ও আদনান ফারুক হিল্লোল। মাসুদ হাসান রচিত ও আল হুবায়ের উচ্ছল পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে তারা তিনজন একসঙ্গে অভিনয় করছেন। স্যাটেলাইট চ্যানেলে এসএটিভিতে প্রচার চলতি এই ধারাবাহিকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অরুনা, তমালিকা ও হিল্লোলকে। এরইমধ্যে গত শনিবার ১৮ জুন নাটকটি সফলভাবে একশোতম পর্ব প্রচারও করেছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অরুনা বিশ্বাস বলেন, ‘এই মুহুর্তে যে ক’টি ধারাবাহিকে অভিনয় করছি তারমধ্যে পরম্পরা’র গল্প এবং গল্পের ধারাবাহিকতায় নাটকের এগিয়ে যাওয়া খুবই ভালোলেগেছে আমার। সহশিল্পী হিসেবে তমালিকাতো খুব পছন্দ আমার। আর হিল্লোল অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে খুব ভালো। দু’জনের সঙ্গে পরম্পরাতে কাজ করে অনেক ভালোলেগেছে আমার।’ তমালিকা বলেন, ‘খুব সহজভাবে বলতেগেলে বলতে হবে যে এই সময়ে আমার আলোচিত ধারাবাহিকের একটি পরম্পরা। এই ধারাবাহিকের জন্য খুব রেসপন্স পাই আমি। আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছি অরুনা দিদির সঙ্গে কাজ করে। পরম্পরা’র আরো সাফল্য কামনা করছি।’ হিল্লোল বলেন,‘পরম্পরাতে আমার চরিত্রটি একেবারেই নতন একটি চরিত্র। অরুনা দিদি, তমাল দিদি, আমি’সহ আরো যারা এখানে কাজ করছেন সবাই যেন একটি পরিবারের মতোই কাজ করছি। খুব সাড়া পাচ্ছি ধারাবাহিকটিতে কাজ করে।’ ধারাবাহিকটির পর্ব পরিচালক হিসেবে আছেন শুভ্র আহমেদ ও রাজিবুল এহসান। ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন শম্পা রেজা, রোকেয়া প্রাচী, শামস সুমন, এনি খান, রমিজ রাজু’সহ আরো অনেকে। সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮.০০ মিনিটে এসএটিভির পর্দায় ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে অরুনা বিশ্বাস ঈদ উপলক্ষ্যে নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘তুষারকণ্যা’। ঈদ উপলক্ষ্যে তমালিকা অভিনয় করেছেন তানিম রহমান অংশুর নির্দেশনায় ঈদ বিশেষ সিক্যুয়াল নাটক ‘দুই অংশে শেষ এখানে’। আসছে ঈদ উপলক্ষ্যে হিল্লোল অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে কাজল আরেঠিন অমির ‘একটি বিড়াল বিড়ম্বনা’ ও সাফায়েত মনসুর রানার ‘এক্স ওয়াই জেড’। এছাড়া আরিফ খান, কৌশিক শংকর দাশ ও ফাহমিদা ইরফানের নির্দেশনায় আরো তিনটি নাটকে অভিনয় করবেন তিনি।
ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার