অভি মঈনুদ্দীন ঃ নাট্যনির্মাতা আরিফ খান এবারের ঈদে একটু চমক নিয়েই দর্শকের সামনে হাজির হচ্ছেন। সবসময়ই এই নির্মাতাকে শহরকেন্দ্রিক গল্পের নাটক টেলিফিল্ম নির্মাণ করতে দেখা যায়। কিন্তু এবারের ঈদে গ্রামকেন্দ্রিক গল্পের টেলিফিল্ম নির্মাণ করছেন গুনী এই নির্মাতা। টেলিফিল্মের নাম ‘রূপালী দিনের গল্প’। এটি রচনা করেছেন বিপাশা হায়াত। এই টেলিফিল্মে এবারই প্রথম অভিনয় করছেন চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন, তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। নাটকের রচয়িতা বিপাশা হায়াত বলেন, ‘মানুষের যে আচার-আচরণ, কার্যকরণ সময়ের ধারাবাহিকতায় তা বদলায় এবং একজন মানুষ কতোটা বদলাতে পারে তাই এই টেলিফিল্মে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা যারা এতে কাজ করছি সম্পর্কের জায়গা থেকে সবাই যার যার অবস্থান থেকে একটি ভালো কাজ দাঁড় করানোর চেষ্টা করেছি। নির্মাতা আরিফ খান যথেষ্ট আন্তরিকতা নিয়ে, শ্রম দিয়ে কাজটি করছেন। আশাকরি দর্শকের ভালোলাগবে।’ আফজাল হোসেন তার অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে গ্রামীন গল্পের নাটকে অভিনয় করতেন। বহুদিন পর তাকে একেবারেই ভিন্নরকম একটি চরিত্রে দেখা যাবে। আফজাল হোসেন বলেন,‘ টেলিফিল্মের গল্পটা সত্যিই খুব অন্যরকম। সিনেমা, সাহিত্যের বর্ণনাত্বক অনেককিছুই রয়েছে এতে। আমি যে চরিত্রটিতে অভিনয় করছি এর আগে মনে হয়না এই ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। বয়সানুযায়ী বিপাশা খুবই সিরিয়াস একজন লেখক। তার গল্পে লেখক হিসেবে তার একাত্বতাটা পাওয়া যায়। আমরা যারা একসময় থিয়েটারে কাজ করেছি, তারা যখন একসঙ্গে ছোটপর্দার জন্য কাজকরি তখন থিয়েটারের প্রাণটাই ফেরতে পাই কাজ করতে এসে। আমি, বিপাশা,তৌকীর এবং আরিফ খান সবমিলিয়ে যেন একটি ভালো কাজই হচ্ছে।’ তৌকীর আহমেদ বলেন,‘ আমাকে সচরাচর যে ধরনের ভালো চরিত্রে অভিনয় করতে দেখা যায় এতে চরিত্রটি তেমন নয়। যদিওবা আমার চরিত্রের উপস্থিতি খুব কম কিন্তু বেশ উপভোগ করার মতো একটি চরিত্র। টেলিফিল্মটিতে সমাজে নারীর অসহায়ত্ব, অবস্থান বিশেষভাবে তুলে আনার চেষ্টা করা হয়েছে।’ আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা আরিফ খান। উল্লেখ্য , গত ১৪জুন থেকে রাজধানীর অদূরে ‘রূপালী দিনের গল্প’ টেলিফিল্মের শুটিং শুরু হয়েছে।
ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার