রোকনুজ্জামান মিলন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে শৈলকুপা উপজেলার মিনগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের ইমা শেখের ছেলে জাকির হোসেন, সঞ্জু শেখ ও সোহান বিশ্বাস। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে আহত করার ঘটনায় থানায় মামলা হলে রাতে অভিযান চালায় পুলিশ।
চাঁদা না পেয়ে শুক্রবার রাত ১১ টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে লিয়াকত আলী নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা।