বান্দরবানে আ.লীগ অপহৃত নেতার মুক্তির দাবিতে অবরোধ পালিত
মো. শাফায়েত হোসেন, বান্দরবান : বান্দরবানে আওয়ামী লীগের অপহৃত নেতা মংফু মার্মার মুক্তির দাবিতে রুমা,থানছি, রোয়াংছড়ি তিন উপজেলাসহ অভ্যন্তরীণ সড়ক এবং নৌপথে অনির্দিষ্টকালের আ’লীগের ডাকা অবরোধ কর্মসূচি প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। জেলা রুমা, রোয়াংছড়ি, থানছি উপজেলা সড়কসহ অভ্যন্তরীণ বাঘমারা, কুহালং, রাজবিলা কিবুকপাড়া সড়ক ও সাঙ্গু নদী পথে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। রবিবার অবরোধ চলাকালে বান্দরবান-রাংগামাটি সড়কে সব ধরনে যানবাহন চলাচল বন্ধ ছিল।এছাড়াও রোয়াংছড়ি ও রুমা এবং থানছি উপজেলা সড়কে যানবাহন চলাচল এবং নৌ পথেও কোনো ধরনে যান চলাচল করেনি।
এদিকে অবরোধ চলাকালে সকাল থেকেই জেলা আওয়ামী লীগ’সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা রুমা ও থানছি সড়কের মিলনছড়ি, শৈলপ্রভাত, রোয়াংছড়ি সড়কের কালাঘাটা পৌর সভার সীমানায় এবং রাংগামাটি সড়কের পশ্চিম বালাঘাটা,কুহালংসহ বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।এতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিন শান্তিপূর্ণ ভাবেই অবরোধ পালিত হয়।
শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্তি পুলিশ মোতায়েন ছিল।
অপরদিকে বিকালে জেলা শহরের বন্ধবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্টিত হয়।সমাবেশে জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর বলেন,অপহৃত মং ফু মেম্বারকে জীবিত অবস্থায় ফেরত না দেওয়া পর্যন্ত লাগাতার সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসুচী অব্যহত থাকবে। জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা যেসব এলাকা জিম্মি করে চাঁদাবাজী,অপহরণ, খুনসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ঐসব এলাকার সবগুলো সড়ক ও নৌপথ এই অবরোধ কর্মসুচীর আওতায় থাকবে।পাহাড়ী সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে বান্দরবানে অবস্থানরত সেনা, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবের অভিযান দাবী করে দ্রুত পদক্ষেক নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামন করেন এই নেতা। এসময় জেলা আওয়ামী লীগ’সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।