নিজস্ব প্রতিবেদক : এবার এগিয়ে আনা হলো বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর। গতকাল রোববার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বছর ২২ নভেম্বর শুরু হয়েছিলো বিপিএল। শেষ হয় ১৫ ডিসেম্বর। ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ২০১২ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিলো মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল ঢাকা গ্লাডিয়েটরস। ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও মাশরাফি বিন মুর্তজার হাত ধরে শিরোপা ঘরে তুলেছিলো ঢাকা গ্লাডিয়েটরস। তবে, ম্যাচ ফিক্সিং, খেলোয়াড়দের পাওনা পরিশোধ নিয়ে জটিল অবস্থার সৃষ্টি হওয়ার পরে দুই বছর বন্ধ থাকে বিপিএল। গত বছর সফলভাবেই এ আয়োজন সম্পন্ন করে বিসিবি। এই টুর্নামেন্ট থেকে বিসিবির আয় হয় ২৫ কোটি টাকা।