স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে আইসিসিতে তিন মোড়লের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আসতে থাকে। যা ক্রিকেটের বিশ্বায়ন ধারণার পরিপন্থি। মাত্র ১০ দল নিয়ে ২০১৯ সালের বিশ্বকাপ এবং দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ফরমূলা যার মধ্যে অন্যতম। তবে এর মধ্যেও ইতিবাচক একটি পরিকল্পনা গ্রহণ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ১৩ দল নিয়ে ওয়ানডে লিগ চালুর চিন্তাভাবনা করছে আইসিসি। এ নিয়মে ছোটদলগুলোর সুযোগ হবে বড় দলগুলোর বিপক্ষে খেলার।
চলতি মাসের শেষ দিকে এডিনবরায় বসছে আইসিসির সভা। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইংল্যান্ডের খ্যাতনামা দৈনিক টেলিগ্রাফ। আইসিসির সভায় এ নিয়ম পাশ হলে তিন বছরে প্রতিটা দল হোম অ্যাওয়ের ভিত্তিতে একে অপরের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। ১০টি টেস্ট খেলুড়ে দেশ ছাড়া অন্য তিনটি দল হলো- আফগানিস্তান, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। পয়েন্ট টেবিলের শেষে থাকা দলটি নেমে যাবে রেলিগেশনে। ক্রিকইনফো
ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে ১৩ দলের মধ্য থেকেই। বাইরের দলগুলোও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পাবে না। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি উঠবে ১৩ দলের ওয়ানডে লিগে। নতুন এ নিয়ম পাশ হলে ওয়ানডে ক্রিকেটে আরো জনপ্রিয়তা আসবে। সেই সঙ্গে স্পন্সরদাতাদেরও আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।