স্পোর্টস ডেস্ক : ইউরোর প্রথম দুই ম্যাচেই ড্র করেছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি সিআর-সেভেন। তবুও শেষ ষোলোতে খেলার বিষয় আশাবাদী এই ফরোয়ার্ড। বর্তমান বিশ্বে দু’জন ফুটবলারকে সেরা বলা হয়। গত আট বছর ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তাদের একজন রোনালদো। অন্য জন আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসি। গত শনিবার রাতে এই দুই তারকা নিজ নিজ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। দু’জনই রেকর্ড গড়েছেন। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর। অন্য দিকে বাতিস্তুতার সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন মেসি।
ইউরোতে রোনালদোর দল খেলেছিল অস্ট্রিয়ার বিপক্ষে। ফলাফল গোলশূন্য ড্র। আগের ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগীজরা। ফলে ২ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ইউরোর ‘এফ’ গ্রুপে তৃতীয় স্থানে আছে তারা। শেষ ম্যাচে গ্রুপের শীর্ষে থাকা দল হাঙ্গেরির মুখোমুখি হবেন রোনালদোরা। হাঙ্গেরি দুই ম্যাচের একটি জয় ও একটি ড্রতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আইসল্যান্ড। শেষ ম্যাচে টেবিলির তলানিতে তাকা অস্ট্রিয়ার মুখোমুখি হবে দলটি। এরপরও গ্রুপ পর্বের বাধা পার হয়ে শেষ ষোলোতে খেলার স্বপ্ন রোনালদোর। তিনি বলেন, ‘এটা ফুটবল।’ অস্ট্রিয়ার বিপক্ষের ফল নিয়ে তিনি বলেন, এটা এমন কিছু যা আমরা চাইনি। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু ইতি টানতে পারিনি। আমি একটি পেনাল্টি ও অন্য কয়েকটি সুযোগ মিস করেছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা পরের ম্যাচে সেরা খেলাটা খেলার চেষ্টা করব।
এখনও আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। আমরা যদি জয়ী হই, তাহলে পরের রাউন্ডে খেলতে পারব। পর্তুগালের এটা বিশ্বাস করতে হবে।