বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে নতুন রূপে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। একটি গানের মিউজিক ভিডিওতে ভিন্নধর্মী ইমরানকে খুঁজে পাওয়া যাবে। গানের নাম ‘বাহুডোরে’। সুর ও সংগীতায়োজন করেছেন খোদ ইমরান। এটি গেল পহেলা বৈশাখে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বাহুডোরে’ অ্যালবামের টাইটেল গান। গানটির অডিওর সাড়া ছিল অত্যন্ত ভালো। আর তারই ধারাবাহিকতায় এবার ঈদে এ গানটির ব্যয়বহুল মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর এখানে ইমরানের নায়িকা হিসেবে দেখা যাবে মডেল বৃষ্টি ইসলামকে। গানটিতে ইমরানকে দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। নতুন লুকে এখানে নির্মাতা উপস্থাপন করেছেন তাকে। পাশাপাশি শেড রোমান্টিক এ গানটিতে ইমরান ও বৃষ্টির প্রেম রসায়নও অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানটি ঈদের অন্যতম বড় চমক হিসেবে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেল ওসব কটি টিভি চ্যানেল প্রচার শুরু হবে আগামী কদিনের মধ্যেই। এ বিষয়ে ইমরান বলেন, ‘বাহুডোরে’ গানটির অডিওর অনেক ভালো সাড়া পেয়েছি। এবার গানটির ভিডিও নির্মাণ হলো। সত্যি বলতে এ ভিডিওটির জন্য অনেক পরিবর্তন আনতে হয়েছে আমাকে। গানটিতে পারফর্মের জন্য ওজন কমিয়েছি। পাশাপাশি হেয়ার স্টাইলও পরিবর্তন করেছি। সাজ-পোশাক সব মিলিয়ে অন্য এক ইমরানকে এ গানটিতে আবিষ্কার করা যাবে।
আমি অনেক আশাবাদী এটি নিয়ে। নির্মাতা চন্দন রায় চৌধুরী বলেন, ‘বাহুডোরে’ প্রথমবার শুনেই অনেক ভালো লেগে যায়। তাই চটজলদি এর ভিডিওর পরিকল্পনাও করে ফেলি। সব মিলিয়ে পুরো ভিডিওতে একটি ভিন্নতা তৈরির চেষ্টা করেছি। সেটা দেখলেই দর্শক বুঝবেন।