বিনোদন প্রতিবেদক : শাকিব খান অভিনীত ‘মেন্টাল- ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ নামে ছবিটির নামটিতে সেন্সরবোর্ড কাঁচি চালিয়েছে। ইংরেজি নামে ছবি মুক্তি দেওয়ার নিয়ম না থাকায় পাল্টে গেলো ‘মেন্টাল’ এর চেহারা। ছবিটি মুক্তি পাবে ‘রানা পাগলা’ নামে। তবে ট্যাগ হিসেবে থাকবে ‘দি মেন্টাল’। গত বছর ছবিটি মুক্তির কথা ছিলো। এবার জানা গেলো ঈদে আসছে এটি। শামীম আহাম্মেদ রনি পরিচালিত এই ছবিটি ১৬ জুন সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, ঈদে দেড়শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রানা পাগলা-দি মেন্টাল’। তার আগে ছবিটির আইটেম গান’সহ অন্য গানগুলো প্রকাশ করা হবে।