• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

বিনোদন

ঈদে একাধিক নাটকে রিমু

প্রকাশের সময় : June 20, 2016, 12:00 am

আপডেট সময় : June 19, 2016 at 11:01 pm

অভি মঈনুদ্দীন : বিগত বছরের ঈদগুলোতে রিমু’র ব্যস্ততা খুব বেশি ছিলো এমনটি নয়। তবে এবারের ঈদে তার ভাগ্যটা যেন একটু বেশিই সুপসন্ন। অনেক দেরীতে হলেও রিমু রোজা খন্দকার অভিনয়ে নিজেকে ধীরে ধীরে ব্যস্ত করে তুলছেন। চিত্রনায়িকা টিনা খন্দকারের যোগ্য উত্তরসূরী রিমু’র অভিনয়ে ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক। প্রয়াত পরিচালক আখতারুজ্জামান পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্সেস টিনা খান’ চলচ্চিত্রে নজরুল ইসলাম বাবুর লেখা , শেখ সাদী খানের সুর সঙ্গীতে এ্যা-্রু কিশোরের গাওয়া ‘আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল’ গানটিতে যে নায়িকাকে দর্শক দেখেছেন তিনিই রিমুর মা টিনা খন্দকার। আসছে ঈদ উপলক্ষ্যে রিমু অভিনয় করেছেন সাগর জাহানের ঈদ ধারাবাহিক ‘এ্যাভারেজ আসলাম’ ‘চুপ ! ভাই কিছু ভাবছেন’, চন্দন চৌধুরীর ঈদ ধারাবাহিক ‘চাল্লু মামার চাল্লু ভাগ্নে’। এছাড়া খ- নাটক বাপ্পী’র ‘আই এম ব্যাড বয় মানে আমি ভালো না’সহ আরো বেশ কয়েকটি খ- নাটক। ঈদের কাজ নিয়ে রিমু বলেন,‘ আমার বয়স যখন চার তখন সড়ক দুর্ঘটনায় আমার আম্মাু মারা যান।

আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। সবার সহযোগিতায় আমি আজ অভিনেত্রী হতে পেরেছি। আসছে ঈদে বেশকিছু ভালো নাটকে আমাকে দেখা যাবে। কাজগুলো নিয়ে আমি খুব আশাবাদী। ’ এদিকে আজ ২০ জুন রিমুর জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি কোন কাজ রাখেন না। এই দিনটিতে তিনি তার মাকে খুব বেশি মনে করেন। পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটে তার। এদিকে নতুন দুটি ডেইলি সোপ-এ কাজ করছেন রিমু।
একটি মারুফ মিঠুর ‘কউ বকা দেয়’ ও অন্যটি ভারতীয় নির্মাতা পরিচালিত ‘তুমি আছো তাই’। দুটি শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে। রিমু অভিনীত সাগর জাহান পরিচালিত ‘এই কুলে আমি ঐ কুলে তুমি ’ আরটিভিতে , মোহাম্মদ নোমান পরিচালিত ‘সমাধান’ চ্যানেল আইতে প্রচার হচ্ছে।
ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)