টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ‘আন্তঃজেলা ডাকাত’ দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কর্তফুলি নিট ই-াস্ট্রিজ কারাখানায় ডাকাতির চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মির্জাপুর থানার এসআই মোশাররফ হোসেন জানান।
গ্রেপ্তাররা হলেন বগুড়ার গজারিয়া উপজেলার জ-রুল ইসলামের ছেলে মো. লিয়াকত হোসেন (৩০), সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মো. রানা হোসেন (১৮), রংপুরের পীরগাছা উপজেলার দুর্গাচরন গ্রামের শরিফুল ইসলামের ছেলে তানজিল বাবু (১৮) ও একই উপজেলার কামালপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো. হাসান মিয়া (১৮)।
এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এসআই মোশাররফ বলেন, রাত পৌনে ২টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত কর্তফুলি নিট ই-াস্ট্রিজের সীমানার প্রাচীর টপকে ভেতরে ঢুকে মিলের নিটিং ম্যানেজার মো. আব্দুল মান্নান ও নৈশ প্রহরীদের মারধর করে বেঁধে ডাকাতির চেষ্টা করে।