রোকনুজ্জামান মিলন, ঝিনাইদহ : পূর্ব শুত্রুতার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার চাঁদপুর গ্রামে ২ কৃষকের প্রায় সাড়ে ৩ বিঘা জমির পেয়ারাগাছ ও মেহগনি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কৃষক আরিফ সরদার বাদি হয়েছে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, রোববার রাতে চাঁদপুর গ্রামের কৃষক আরিফ সরদার ও কৃষক আলামিনের ৩ বিঘা জমিতে দুবৃর্ত্তরা হানা দিয়ে পেয়ারা গাছ ও মেহগনি গাছ কেটে সাবাড় করে দিয়েছে। সোমবার সকালে ওই দুই কৃষক মাঠে গিয়ে দেখতে পায় সকল পেয়ারা গাছ মাটিতে লুটিয়ে আছে। এ ঘটনায় সোমবার দুপুরে কৃষক আরিফ সরদার বাদী হয়ে থানায় অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের ১০/১৫ জনের একটি দল পেয়ারগাছ ও মেহগনি গাছগুলো কেটে দিয়েছে।
এতে কৃষক আরিফ সরদার ও কৃষক আলামিনের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।