সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সায়দাবাদ ইকোপার্কের কাছে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন।
পাকশী রেলওয়ে পরিবহন বিভাগের প্রধান কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে ৪ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। পাকশী রেলওয়ে বিভাগের ট্রান্সপোর্ট অফিসার মশিউল ইসলাম জানান, ইতিমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।