ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহনগরীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। গতকাল সোমবার সন্ধ্যার পর নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় ওই সংঘর্ষ হয় বলে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানিয়েছেন। নিহতরা হলেনÑ মিজানুর রহমান ও ইয়াসিন।
পুলিশ কর্মকর্তা আসিফ জানান, মিজানুরকে রাতে হামজারবাগের এম এ নাজিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আর ইয়াসিনকে মৃত অবস্থায় পাওয়া যায় কাছের বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায়। হামজারবাগের সংঘর্ষে আহত হয়ে পালানোর সময় তিনি মারা যান বলে ধারণা করছে পুলিশ। নিহত দুজনের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ। তবে হামজারবাগ এলাকায় কাদের মধ্যে কী নিয়ে সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে বলেছেন সহকারী পুলিশ কমিশনার আসিফ।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম