আজাদ হোসেন সুমন : গতকাল সোমবার দুপুরে দুগ্রুপ পরিবহন শ্রমিকের সংঘর্ষে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় গুলিস্তান ও আশপাশ এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। গুলিস্তান ফ্লাইওভারের নিচে বঙ্গভবন অংশে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ৩ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে লিপ্ত হয়। এরপর তারা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর আড়াআড়ি করে বাস রেখে পথ আটকে দেয়। ফলে গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর পথে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে ও সায়দাবাদ বাস টার্মিনালের সামনের সড়কও বাস রেখে আটকে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। তারা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা দেন। নারী, শিশু ও বৃদ্ধদের গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্ক ও আশপাশে নিরাপদস্থানে অবস্থান করতে দেখা যায়।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, ওই সংঘর্ষের পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায়ও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, কার্যালয়টি এখন তালাবদ্ধ। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়টি নিয়ে তাদের সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শফিকুল নামে একজন বাস শ্রমিক বলেন, ওই কার্যালয়টি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ছিল, কিন্তু রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতা সফর আলী তা দখল করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি