আবু সাইদ : এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি সিউলে আয়োজিত প্লেনারি অধিবেশনের আলোচ্যসূচিতেই নেইÑ দাবি চীনের। সুষমা স্বরাজ রবিবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, চীন এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধী নয়। সে প্রসঙ্গে সোমবার চীনের তরফে কোনো মন্তব্য করা হয়নি ঠিকই। কিন্তু চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুষমার সাংবাদিক বৈঠকের ২৪ ঘণ্টা কাটার আগেই বুঝিয়ে দিলেন, ভারতের এনএসজি-আকাক্সক্ষা নিয়ে আপাতত কোনো আলোচনাতেই যেতে চাইছে না চীন। আনন্দ বাজার, এবিপি আনন্দ
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সোমবারই শুরু হয়েছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের প্লেনারি অধিবেশন। এ দিনই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, ‘এনপিটি-তে স্বাক্ষর করেনি এমন কোনো দেশের এনএসজি-তে অন্তর্ভুক্তির বিষয় কোনোদিনই এই সংগঠনের প্লেনারি অধিবেশনের আলোচ্যসূচিতে থাকে না। এবার সিউলে যে অধিবেশন বসছে, তার আলোচ্যসূচিতেও এমন কোনো বিষয় নেই।’
সুষমা রবিবার বলেছিলেন, ‘চীন ভারতের বিরোধিতা করছে না। কিছু পদ্ধতিগত বিষয়ের কথা বলছে।’ তার পরদিনই যেভাবে চীনের তরফে দাবি করা হলো যে ভারতের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে কোনো আলোচনাই হবে না সিউলে, তাকে সুষমা স্বরাজের বক্তব্যের পাল্টা হিসেবেই দেখছে কূটনীতিকদের একাংশ।
এদিকে, বেজিংয়ের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ জানিয়েছেন, ভারত এখনও আশাবাদী।
আগামী ২৪ জুন বসবে প্লেনারির মূল বৈঠক। তার আগের দিনই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে যোগ দিতে তাশখন্দ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের অন্যতম সদস্য হলো চীন। বৈঠকে মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হবে। সেখানেই দুই শীর্ষ নেতার মধ্যে এনএসজি ইস্যুটি উঠবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। সম্পাদনা : রাশিদ রিয়াজ