এম রবিউল্লাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কোরি লিয়ানদোসকি পদত্যাগ করেছেন। ট্রাম্পের ম্যানেজার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন অন্য একজন ক্যাম্পেইন মুখপাত্র। মুখপাত্র বলেন, ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কোরি লিয়ানদোসকি আর ক্যাম্পেইনের সঙ্গে কাজ করবেন না। তার কঠোর পরিশ্রম ও পদত্যাগের সিদ্ধান্তের জন্য পুরো দল তার কাছে কৃতজ্ঞ। বিবিসি
আচমকা ক্যাম্পেইন ত্যাগের কারণ সম্পর্কে জানা যায়নি। লিয়ানদোসকি গণমাধ্যমের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে হয়েছে। বছরের শুরুতে ট্রাম্পের ক্যাম্পেইন থেকে নারী সাংবাদিককে বের করে দিয়েছিলেন ট্রাম্পের এই ক্যাম্পেইন ম্যানেজার।
তবে নিউইয়র্ক টাইসের খবরে বলা হয়, ক্যাম্পেইনগুলোকে সাধারণ নির্বাচনের মতো পরিকল্পনা করার প্রয়োজন ছিল যা করা হয়নি। ইমিগ্রেশন পলিসি নিয়ে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের পর থেকেই তার সঙ্গে পদত্যাগের বিষয়টি এসেছিল।
এছাড়া ফ্লোরিডার অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে ট্রাম্পের প্রতিক্রিয়ার জন্য বিরোধিতা করেন তিনি। ওই হামলায় ৪৯ জন নিহত হয়েছিল। হামলার পরে ট্রাম্প মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি জানান। সম্পাদনা : রাশিদ রিয়াজ