
ক্রসফায়ারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে : মেনন
নাশরাত আর্শিয়ানা চৌধুরী : আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ার করছে এই অভিযোগ দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর। সুশীল সমাজেরও। কিন্তু এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কখনও ক্রসফায়ার বলে মেনে নিতে রাজি নয়। স্বীকারও করেনি। যখনই ক্রসফায়ারের ঘটনা ঘটেছে তখনই তারা বলেছে, বন্দুকযুদ্ধ।
সম্প্রতি অভিযানে পুরস্কার ঘোষিত জঙ্গি শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফসহ নয়জন ক্রসফায়ারের শিকার হন। বিষয়টি বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে। আর সেই সমালোচনার রেশ পড়লো সংসদেও। গতকাল সেখানে চৌদ্দ দলীয় জোটের অংশীদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সংসদে এই প্রসঙ্গে বক্তৃতা করেছেন। তিনি বলেন, প্রতিদিনই দেখছি ক্রসফায়ারে জঙ্গি নিহত হচ্ছে। ক্রসফায়ার জঙ্গি সমস্যার সমাধান নয়, বরঞ্চ আমরা লক্ষ্য করছি আইন-শৃঙ্খলা বাহিনী এর মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও ব্যর্থতার পরিচয়ও দিচ্ছে। আমাদের দেশে আইএস নেই তবে তাদের অনুগামী ও অনুসারী রয়েছে। এই জঙ্গিগোষ্ঠী গত কয় মাস ধরে গুপ্তহত্যা চালাচ্ছে। তাদের হত্যার শিকার হয়েছে পুরোহিত, যাজক, ভিক্ষু, খ্রিস্টান সম্প্রদায়ের লোক, গবেষক, শিক্ষক, সমাজের সংখ্যালঘু দুর্বল শ্রেণির মানুষ। তিনি ক্রসফায়ারের সমালোচনাও করেছেন। সম্পাদনা : সুমন ইসলাম
