নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও
সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় কারাগারের পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।
কারাগারের পার্ট-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, রাতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে কারাগার থেকে মুক্তি পাওয়া সাংবাদিক শওকত মাহমুদ।
গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথ এলাকা থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। সম্পাদনা : রাশিদ রিয়াজ