কিরণ সেখ : মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় জনতার হাতে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ মারা যাননি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘ফাহিমকে পুলিশ হত্যা করেছে। আর এর সঙ্গে জড়িত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ গতকাল বুধবার রাজধানীর গুলশানে ইমান্যুয়েলস হলে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাহিম কিভাবে মারা গেলো? এমন প্রশ্ন রেখে- হাতকড়া পরা অবস্থায় রিমান্ডে নিয়ে তাকে হত্যা করা হয়েছে কিনা, পুলিশ তাকে হত্যা করেছে কিনা, শেখ হাসিনা এর সঙ্গে জড়িত কিনা; এসব বিষয় খতিয়ে দেখতে আইনজীবীদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, গণগ্রেফতারের নামে বিএনপি ও সাধারণ মানুষের উপর নির্যাতন চলছে। বিএনপির কেউ পুলিশের ভয়ে নিজের ঘরে ভালো করে সেহেরী পর্যন্ত খাইতে পারে না।
আরও বলেন, আগে কখনও শুনিনি অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ ব্যাংক লুট হয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে নতুন নতুন অনেক কিছু দেখা যায়। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করা সম্ভব হয় না। অথচ তাদের মুখে বড় বড় বুলি। সম্পাদনা: পরাগ মাঝি