সুজন কৈরী: রাজধানীর দারুস সালামের একটি বাসা থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে দক্ষিণ বিসিলের ১০ নম্বর রোডের ১৩৭ নম্বর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, গতকাল বেলা দেড়টার দিকে পঁচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশর পঁচে যাওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে প্রাথামকিভাবে মনে হচ্ছে দুই থেকে তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
মর্জিনার স্বামীর নাম মৃত নুরুল হক ওরফে জাহাঙ্গীর। গ্রামের বাড়ি খুলনার দৌলতপুরে। দারুস সালামের ওই বাসায় মর্জিনা একাই ভাড়া থাকতেন বলে জানা গেছে। সম্পাদনা: পরাগ মাঝি